Caution: JavaScript execution is disabled in your browser or for this website. You may not be able to answer all questions in this survey. Please, verify your browser parameters.

কাজ-সম্পর্কিত স্বাস্থ্য ও কার্যকারিতার উপর সমীক্ষা (BD)

 

প্রিয় অংশগ্রহনকারীবৃন্দ

 

আমরা আপনাদেরকে এই সার্ভেটিতে অংশগ্রহন করতে অনুরোধ করছি যেটির মূল উদ্দেশ্য হচ্ছে কর্মক্ষেত্রের সাথে জড়িত মানুষের চিন্তাভাবনা, আবেগ এবং আচরণ যাচাই করা। এই গবেষণা টি পোল্যান্ডের কাতোভিসে ইউনিভার্সিটি অফ সিলেসিয়া থেকে ড. এডিটা চারজিনস্কা এবং পোল্যান্ডের গডানস্ক ইউনিভার্সিটি থেকে ড. পাওয়েল অ্যাট্রোসকোর নেতৃত্বে আন্তর্জাতিক দল দ্বারা পরিচালিত হচ্ছে। গবেষণাটি পোল্যান্ডের জাতীয় বিজ্ঞান কেন্দ্র দ্বারা অনুমোদিত এবং ৬ টি মহাদেশের ৬০ টিরও বেশি দেশে পরিচালিত হচ্ছে।  
আপনাকে গবেষণাটিতে অংশগ্রহণ করতে অবশ্যই নিম্নোক্ত শর্তগুলো পুরণ করতে হবেঃ
1.    আপনাকে বাংলাদেশী নাগরিক হতে হবে এবং বাংলাদেশে বসবাস করতে হবে।
2.    আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে।
3.    আপনাকে এমন কোন প্রতিষ্ঠানে কাজ করতে হবে যেখানে কমপক্ষে ১০ জন কর্মরত আছে।
4.    আপনাকে অবশ্যই কোন প্রতিষ্ঠানে কমপক্ষে ১ বছর কর্মরত থাকতে হবে।
5.    আপনাকে ফুল টাইম কর্মরত হতে হবে।

এই গবেষণায় কোন ধরনের নাম বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হবে না এবং মাত্র ১৫-২০ মিনিট সময় লাগতে পারে।  
দয়াকরে প্রশ্নগুলো সাবধানে ফিলাপ করুন। কোন প্রশ্ন ভুল বা সঠিক হওয়ার ঝুকি নেই এখানে। যেটা সবচেয়ে দরকার সেটা হল আপনার আন্তরিক উত্তর। আপনি আসলে কি ভাবেন, কি অনুভব করেন সেটাই এখানে প্রকাশ করুণ। গবেষণাটিতে অংশগ্রহণ করার জন্যে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। 
সকল প্রশ্ন সম্পন্ন করার পরে আপনি একটি সরল বর্ণনা সহ আপনার ফলাফল দেখতে পাবেন। এটি আপনাকে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মনস্তাত্ত্বিক তথ্য সরবরাহ করবে, যা আপনাকে নিজেকে, আপনার আচরণগুলি এবং বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার কার্যকারিতা আরও ভালভাবে বুঝতে সাহায্য করবে।
এইভাবে এটি আপনার নিজের শক্তি এবং দুর্বলতা গুলো সম্পর্কে ধারণা পেতে সহায়তা করবে। 

       ধন্যবাদান্তে 
 মোঃ সাইফুল ইসলাম

This survey is anonymous.

The record of your survey responses does not contain any identifying information about you, unless a specific survey question explicitly asked for it.

If you used an identifying access code to access this survey, please rest assured that this code will not be stored together with your responses. It is managed in a separate database and will only be updated to indicate whether you did (or did not) complete this survey. There is no way of matching identification access codes with survey responses.